• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন |

বাংলাদেশ আজ মৃত্যু উপত্যাকা : মির্জা ফখরুল

Fokrulঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশ আজ এক মৃত্যু উপত্যাকা। আমরা স্বাধীন দেশের ন্যায়বিচারের জন্য যুদ্ধ করেছি। দেশে এখন ’৭৪-৭৫-এর পনুরাবৃত্তি ঘটছে। জনগণের স্বাধীন মৃত্যুর গ্যারান্টি নেই। তিনি খুন, গুম, অপহরণ প্রতিরোধে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ১০টি পরামর্শ দিয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে দায়ী করায় সরকার চরম পরিহাস ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, দেশের নিরাপত্তা ভেঙে পড়েছে, আর তাই সরকার আছে ভাবার কারণ নেই।
মির্জা আলমগীর বলেন, সরকার বর্তমান অবস্থা নিয়ে হাসাহাসি করছে। দায়িত্বহীনভাবে বিরোধীদলের ওপর দোষ চাপাচ্ছে।
এর আগে বিএনপির সিনিয়র নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বেগম সরোয়ারি বেগম, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর হাফিজ উদ্দিন, সাদেক হোসেন খোকা ও সেলিমা রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ