সিসি নিউজ: দৈনিক কালের কন্ঠ ও করতোয়া’র সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র ভাগিনী মিফতাহুল জান্নাত মীম ২০১৩ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে সে এ কৃতিত্ব অর্জন করে। সে মেধা তালিকায় সৈয়দপুর উপজেলায় ১৩তম স্থান লাভ করেছে।
মীম ২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীায়ও (পিএসসি) সৈয়দপুর উপজেলায় মেধা তালিকায় ১৩তম স্থান এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। বর্তমানে সে ঢাকায় ‘কুইন্স স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীতে বিজ্ঞান শাখায় অধ্যয়ন করছে।
চার বোনের মধ্যে সবার ছোট মীম। বড় বোন মোছা. হুমায়রা তাজনিম ববি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা পদে কর্মরত। মেজো বোন ফওজিয়া আফিয়া বন্যা নীলফামারী সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এবং সেজো বোন ফারিহা আফিয়া বন্নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শস্য বিজ্ঞান ও প্রযুক্তি (ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজী) বিষয়ে অনার্সে অধ্যয়নরত।
তাঁর বাবা মো. হুমায়ুন কবির বাবলা নীলফামারী জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিনিয়র সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মা মোছা. মহছেনা বেগম একজন আদর্শ গৃহিনী।
তাদের বাড়ি নীলফামারী শহরের নতুনবাজার কলোনী এলাকায়। সে ভবিষ্যতে একজন বিশিষ্ট চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী মীম নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. ফজলুল হক তানসেনের ভাতিজি।