সিসি নিউজ: দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অঞ্চলের ব্যুরো প্রধান জিএম বাবর আলীর (৪৫) ঝুলন্ত লাশ পটুয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার সবুজবাগ এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতেই পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বলে জানান ওসি। এব্যাপারে কাউকে আটক করা হয়নি।
জানা যায়, বাবর আলী দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী ও তিন ছেলে বরিশালে থাকেন। পটুয়াখালীর যে বাসায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায় এটি তার দ্বিতীয় স্ত্রীর বাসা বলে এলাকাবাসী জানান।