দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ছিনতাইকারীরা সোহেল (২০) নামে নাবিস্কো কোম্পানীর এক কর্মকর্তাকে জখম করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে শহরের সুইহারী কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি ছিনতাইয়ের শিকার সোহেল জানান, রাত আনুমানিক ১১টার সময় তিনি সৈয়দপুর যাওয়ার জন্য শহরের সুইহারী সরকারী কলেজ মোড়ে নাইট কোচের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ ৪/৫ জনের এক ছিনতাইকারী দল তাকে ঘিরে ধরে তার সাথে থাকা নাবিস্কো কোম্পানীর কালেকশনের ২ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং খুর দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
সোহেল জানান, তিনি নাবিস্কো কোম্পানীতে চাকরী করেন। তার অফিস সৈয়দপুরে। কোম্পানীর টাকা কালেকশনের জন্য দিনাজপুর এসেছিলেন। কালেকশন শেষে টাকা নিয়ে তিনি সৈয়দপুর যাওয়ার জন্য নাইট কোচের অপেক্ষা করছিলেন। এমন সময় এই ঘটনা ঘটে। তার কোম্পানী কর্তৃপক্ষের সাথে আলোচনা এ ব্যাপারে থানায় জিডি করা হবে বলে তিনি জানান।