• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন |
শিরোনাম :

পুরুষের চামড়া থেকে শুক্রানু আবিষ্কার

Sukkarnoসিসি ডেস্ক: পুরুষের ত্বকের কোষ থেকে জনন কোষ বা শুক্রানু তৈরি করে নজির সৃষ্টি করলেন মার্কিন বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন, এই আবিষ্কারের মাধ্যমে পুরুষদের বন্ধ্যাত্বের মতো গুরুতর সমস্যার সমাধান করা যাবে।
যদিও এই আবিষ্কার এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এ নিয়ে আরো গবেষণা বাকি রয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানান, আইপিএসসিস (iPSCs) ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে এই আবিষ্কারের যুগান্তকারী ফল পাওয়া যেতে পারে। শুক্রানু কোষের গঠন জানতেও এই আবিষ্কার কাজে আসবে।
যুক্তরাষ্ট্রের মন্টানা স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রেনি রেজিও বলেন, `কিছুদিন আগে শুক্রানু কোষের বিকাশ নিয়ে আমরা পর্যবেক্ষণ শুরু করি। কোষ ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে পরীক্ষা সফল হয়েছে।’
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সাইরিল রামাতহাল বলেন, ‘যেসব পুরুষ শুক্রানু উৎপাদন করতে পারেন না ক্লিনিক্যাল অবজারবেসনের মাধ্যমে তাদের চামড়া থেকে জনন কোষ তৈরি করতে আমরা সক্ষম হয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ