কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশু রেজওয়ানা সিদ্দিকা তৃপ্তি (৭) রবিবার দুপুরে মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয় তাকে।
তৃপ্তি উত্তর বড়ভিটা গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বিএমবি মেধা বিকাশ কিন্টার গার্ডেনের নার্সারী শাখার শিক্ষার্থী ছিলো। স্থানীয়রা জানান, রাস্তা পাড়াপারের সময় শনিবার দুপুর দেড়টার দিকে জলঢাকাগামী ট্রাক(ঢাকা মেট্রো ট-১৬১০৫৩) ধাক্কা দেয় শিশু তৃপ্তিকে।
তাৎক্ষনিকভাবে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১২টার দিকে মারা যায় সে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় চালক। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।