বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বেওয়ারিশ কুকুরের উৎপাতে জনজীবন অতিষ্ঠ। একদিনে কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন গুরুতর আহত হয়েছে।
সূত্রমতে, শুক্রবার উপজেলার গোয়ালডিহি গ্রামে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশু, নারী, যুবক ও বৃদ্ধা সহ ১২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন ফুলতানপাড়ার রহিমা আক্তার (২৬), কৈপাড়ার সাথী (৫), মন্ডলপাড়ার নয়ন রায় (৪), তেলিপাড়ার আয়শা বেগম (৭০), জমিলা বেগম (৬৫), হাজিপাড়ার নুরেস্তা বেগম (৩২), শাহ্পাড়ার আলেমা খাতুন (১৭) , মফিজন বেগম (৫৭), ছপির উদ্দিন (৩৫), জিকরুল হক (৮) ও শাহানাজ পারভীন (৩৮)। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে বেওয়ারিশ কুকুরের ভয়ে শিশুদের বিদ্যালয়ে যাতায়াত বন্ধ করেছে এবং জনসাধারণের রাস্তা চলাচল কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বেওয়ারিশ কুকুর নিধনে ওইসব এলাকার জনসাধারণ কর্তৃপক্ষের কাছে জোড় দাবি করেছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।