ঢাকা: নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে খুন করার ঘটনা ও সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা আইনজীবী সমিতি।
গত বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে পুরোনো বার লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে সাতজন অপহৃত হন। তারা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর ব্যক্তিগত গাড়ির চালক ইব্রাহিম।
এরপর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।