• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন |

বদরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

PHOTO-1বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে চেতনা বিদ্যা নিকেতন-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে রংপুর জেলা প্রশাসক ফরিদ আহম্মদ বিদ্যালয়ের চত্ত্বরে অডিটরিয়ামের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন। এসময় এক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইসতিয়াক আহম্মদ। বক্তব্য রাখেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সহধর্মিনী ফারহানা ইয়াসমিন ফরিদ, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ হেমন্ত সরকারসহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এসময় বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ১৮জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
জেলা প্রশাসক ফরিদ আহম্মদ বলেন, প্রকৃত শিক্ষা অর্জন করে দেশ ও মানুষের সেবা করতে হবে। এগিয়ে আসতে হবে মানুষের কল্যাণে। তবেই শিক্ষা অর্জনের সার্থকতা আসবে। এসময় তিনি চেতনা বিদ্যা নিকেতনের উন্নতি ও সাফল্য দেখে অভিভুত হন। আগামী দিনে ওই বিদ্যালয় যেন দেশের একটি মডেল বিদ্যালয় হতে পারে এ জন্য সকল সহযোগিতা করার প্রশ্রুতি দেন। আলোচনাসভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ