• বুধবার, ০৮ মে ২০২৪, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

কুড়িগ্রামে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

Kurigram Teacher movement-Pic-06-05-14 (2)শাহ্ আলম, কুড়িগ্রাম: এমপিও ভূক্তির দাবিতে নন-এমপিও শিক্ষক প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা কমিটির উদ্যোগে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শাহাব উদ্দিন, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, সংগঠনের সভাপতি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, অধ্যক্ষ মোঃ আশরাফুল, অধ্যক্ষ হাফেজ রুহুল আমিন প্রমূখ।  আলোচনা সঞ্চালন করেন, অধ্যক্ষ মোঃ এরশাদুল হক খান। বক্তারা বলেন, বর্তমান মহাজোট সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি যুগোপযোগী শিক্ষানীতি প্রনয়ণসহ অভূতপূর্ব উন্নয়ন ও আমুল পরিবর্তন সাধন করেছে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ৩৮ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। তারই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। যা বঙ্গবন্ধু সরকারের পর কোন সরকার করতে পারেনি। শিক্ষা বর্ষের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীর অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বেতন ভাতা বৃদ্দিসহ বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয়েছে। নারীশিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তিসহ অবৈতনিক শিা চালু করা হয়েছে। শিক্ষার মানউন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত-অবকাঠামো উন্নয়নসহ–মাল্টিমিডিয়া ক্লাস চালু করণ এ সরকারের উজ্জল দৃষ্ঠান্ত। এমপিওভূক্তি না হওয়ার কারণে ১০ থেকে ১৫ বছর ধরে প্রায় ১৫ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লাখ ১৫ হজার শিক্ষক- কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছে। এসকল নন-এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৫ বছর ধরে আন্দোলন করতে গিয়ে বেশ ক’জন শিক-কর্মচারী হতাহত হয়েছেন। আমাদের দাবী পূরণের জন্য মাননীয় শিামন্ত্রী কয়েক দফা আশ্বাস দিয়েছেন। অজ্ঞাত কারণে যা বাস্তবায়িত হয়নি। স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের  অস্তিত্ব  রক্ষায় নন-এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীর ন্যায্য ৩ দফা দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একখানা স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পেশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ