খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অম্লীয় মাটিতে ডলোচুন ব্যবহার করে ফসলের ফলন বৃদ্ধিতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে আরডিআরএস বাংলাদেশ, ইএসডিএ এবং কর্ণেল বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় এফপিবিপি প্রকল্প’র উদ্যোগে হাট-বাজারে ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে।
গত সোমবার দিবাগত সন্ধ্যায় উপজেলার ভূল্লারহাটে ডলোচুন সম্পর্কিত ভিডিও চিত্র প্রদর্শন ও ডলোচুনের ব্যবহার বিষয় প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দিনাজপুর নশিপুর গম গবেষণা কেন্দ্র’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা বিজ্ঞানী ড. মো: বরুজ্জামান, বিশেষ অতিথি আরডিআরএস বাংলাদেশের এফপিবিপি প্রকল্প সমন্বয়কারী ছাদেকুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন এবং ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম। ভিডিও প্রদর্শন ও অনুষ্ঠান পরিচালনা করেন আরডিআরএস বাংলাদেশের এফপিবিপি প্রকল্প’র ম্যানেজার (ক্রপ) মামুনুর রশিদ ও ফিল্ড ট্রেইনার হুমায়ুন রশিদ চৌধুরী।
প্রশ্নোত্তর পর্বে কৃষক ফরহাদ হোসেন ও আকতার হোসেন সহ একাধিক জন ডলোচুন ব্যবহারের লাভালাভ বিষয় ড. বরুজ্জামানকে প্রশ্ন করলে তিনি তা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। ডলোচুন, ডলোচুন বা ডলোমাইট প্রতি শতকে ৪ কেজি করে ব্যবহারে গম, ভুট্টা, আলু, সরিষা, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসলের ফলন ১০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পায় বলেও তিনি জানান। এ সময় ভুল্লারহাট এলাকার প্রায় ৫শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।