• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

দিনাজপুরে আইনজীবীদের মানববন্ধন ও সমাবেশ

Lowyer Manabbandhan Pic
দিনাজপুর প্রতিনিধি: নারায়নগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন সরকার অপহরণ ও হত্যার প্রতিবাদে দিনাজপুরে আইনজীবীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির সামনে জেলা আইনজীবী সমিতি ও প্রগতিশীল আইনজীবী পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল আমিন, সহ-সভাপতি প্রফুল্ল কুমার রায়, সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাহানী, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসনে ইমাম নয়ন, জাসদ নেতা এ্যাড. আব্দুল হাই, প্রগতিশীল আইনজীবী পরিষদের নেতা লেয়াকত আলী, জাতীয়তবাদী আইনজীবী ফোরামে সাধারণ সম্পাদক আ ন ম হাবিুল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যেখানে একজন আইনজীবীর জীবনের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে তা সহজেই অনুমান করা যায়। বক্তারা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। না পারলে স্বেচ্ছায় পদত্যাগ করুন অথবা দিনাজপুর ছেড়ে চলে যান। আইনজীবী নেতৃবৃন্দ নারায়নগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন সরকার অপহরণ ও হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধন ও সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম, মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি মোঃ মইনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, মোঃ মাহফুজুর রহমান খান বিপুল, সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম-১, বিধান কুমার দেব, আমিনুল ইসলাম পুতুল, মঞ্জুরুল ইসলাম, নীলুফার রহিম, তাবিবুন নাহার, রেজাউল কবির চৌধুরী, আব্দুল লতিফ তুফান, মেহেরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ফিরোজ ইব্রাহিম, আইনজীবী সমিতির নেতা দেলোয়ার হোসেন, মোঃ কামরুজ্জামান শামস বুলবুল, মোঃ আব্দুল জব্বার, মোঃ জোবায়দুর রহমান সেজু, সাথী দাস, মোঃ রেয়াজুল ইসলাম রাজু, মোঃ রিয়াজুল ইসলাম শাহ, মোঃ শাহিদুল ইসলাম সৈকতসহ সর্বস্তরের আইনজীবীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ