ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি বিরামপুর ও ফুলবাড়ী সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১৯ লাখ ৮৮ হাজার ৮০০ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল আটক করেন। ফুলবাড়ী ৪০বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ গোপন সূত্রে সংবাদ পেয়ে আজ মঙ্গলবার বিরামপুর ও ফুলবাড়ী সীমান্ত এলাকায় চন্দ্রপুর নামক স্থানে থেকে চোরাচালান অভিযান চালিয়ে ১০১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি কার আটক করেন । এছাড়া ২৮০ লিটার লোকাল মদ ফুলবাড়ী উপজেলাল নারায়নপুর নামক স্থান থেকে আটক করেন। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। ফুলবাড়ী-৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ দায়িত্বভার পাওয়ার পর তিনি সীমান্ত এলাকায় চোরাচালান দমন অভিযান অব্যহত রেখেছেন।