হিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের ২৮০ ম্যাইনপিলার থেকে ভারতের ৩শ গজ অভ্যন্তরে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
ভারতের মাথুরাপুর ক্যাম্পের জামালপুর এলাকা দিয়ে এক দল চোরাকারবারি গরু নিয়ে দেশে আসার পথে বিএসএফের এলোপাতারি গুলিতে জয়পুহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র জনি ইসলাম (২০) ঘটনাস্থলেই মারা যায়।
লাশ ফেরতের জন্য ৩ বিজিবির অধিনায়ক লে: র্কনেল আব্দুর রাজ্জাক তরফদার এবং ৭৫ বিএসএফ অধিনায়ক রামকৃষ মথুর পতাকা বৈঠকে বসেন। আজ মঙ্গলবার পোষ্ট মর্টেম শেষে হিলি আইসিপি গেট দিয়ে লাশ সজ্বনদের নিকট ফেরত পাঠাবে বলে জানায় ৭৫ এর অধিনায়ক।