সিসি নিউজ: ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা চিকিৎসার জন্য নগরীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, বাদশা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০৪নং কেবিনে নিউরোলজিস্ট ডা. ফিরোজ আহমেদ কোরাইশীর তদারকিতে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর ধানমন্ডিতে নিজ বাসায় টয়লেটে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন এবং পরে ১২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।