আকতার হোসেন বকুল, হিলি: দীর্ঘ ৪০ ঘন্টা পর বাংলাদেশী যুবক জনির লাশ মঙ্গলবার সন্ধ্যায় ফেরত দিলেন ভারতীয় পুলিশ। গত সোমবার গভীর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের ২৮০ ম্যাইনপিলার থেকে ভারতের ৩শ গজ অভ্যন্তরে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে বিএসএফ। বিএসএফের এলোপাতারি গুলিতে জয়পুহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র জনি ইসলাম(২০) ঘটনাস্থলেই মারা যায়। লাশ ফেরতের জন্য ৩ বিজিবির অধিনায়ক লে: র্কনেল আব্দুর রাজ্জাক তরফদার এবং ৭৫ বিএসএফ অধিনায়ক রামকৃষœ মথুর পতাকা বৈঠকে করেন। উভয় দেশের আনুষ্টানিকতা শেষে জনির লাশের পোষ্ট মর্টেম রিপোট সহ আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় হিলি আইসিপি গেট দিয়ে লাশ সজ্বনদের নিকট ফেরত দেন। উক্ত ফেরত অনুষ্টানে ভারতের হিলি থানার এস আই সেতারা সিং এবং পাঁচবিবি থানার এস আই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল মান্নানও ছিলেন।