আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বিরোধী জোট সিরিয়ান অপজিশন কোয়ালিশনকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশন চালুর অনুমোদন দেয়া হয়েছে। ওয়াশিংটনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
এখন পর্যন্ত সিরিয়ার বিরোধীদের কেবলমাত্র যুক্তরাষ্ট্রে একটি লিয়াজো অফিস রয়েছে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন কোয়ালিশনের প্রেসিডেন্ট আহমাদ আল জার্বা ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ম্যারি হার্প বলেছেন, কোয়ালিশনকে মিশন চালুর অনুমতি দেয়ার মানে সিরিয়ার সরকার হিসেবে স্বীকৃতি দেয়ার মত কিছু নয়। বরং এটি যুক্তরাষ্ট্র ও কোয়ালিশনের মধ্যকার বন্ধুত্বের একটি প্রতিফলন।
এর মাধ্যমে, যুক্তরাষ্ট্রের কোয়ালিশনকে অর্থায়ন দেয়া ও নিরাপত্তা দেয়ার বিষয়টি সহজ হবে বলে মন্তব্য করেন মিস হার্প।
২০১২ সালে যুক্তরাষ্ট্র কোয়ালিশনকে সিরিয়ার মানুষের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়।
আগামী জুনে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিরোধীদের দমনে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অব্যাহত আক্রমণের জবাব দিতে বিরোধীরা আশা করছে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করবে।