খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় পল্লীশ্রী’র আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় এনএনপিসি কমিটির মানবাধিকার বিষয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা ভেড়ভেড়ী ইউপি’র কার্যালয়ে ইউপি সদস্য মোফাখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় পল্লীশ্রী’র ফিল্ড ট্রেইনার শাহনাজ পারভীন পারিবারিক সহিংসতা প্রতিরোধে করণীয় এবং মানবাধিকারের ৩০টি ধারা বর্ণনা করে সমাজ ও পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় ইউপি সচিব ওয়াহিদুল ইসলাম, ইউনিয়নের পরিবার পরিকল্পনার পরিদর্শক নামমুল আলম, ইউপি সদস্য, এনএনপিসি’র সদস্য ও মিডিয়ারকর্মীগণ উপস্থিত ছিলেন।