নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহত মরিয়ম আক্তার লাবনী খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। এ ঘটনায় দুপুরের দিকে প্রতিবাদ জানিয়েছে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
গৃহকর্তা আব্দুর রশিদ বলেন, দুর্বৃত্তরা মই বেয়ে ছাদের সিঁড়ি দিয়ে লাবনীর ঘরে ঢুকে লুটপাট চালায়। “সকালে যখন আমার মেয়ের লাশ দেখি তখন পরনের কাপড় খোলা ছিল। এতে ধারণা হচ্ছে মেয়েকে দুর্বৃত্তরা ধর্ষণের পর গলা টিপে হত্যা করেছে।”
পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে ওই বাড়ির অন্য বাসিন্দারা দেখেন তাদের দরজা বাইরে থেকে আটকানো। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে দেখেন শুধু লাবনীর ঘর ছাড়া সবকটির দরজায় শিকল লাগানো। সবার দরজা খোলার পর লাবনীর ঘরে গিয়ে তার লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।
ওসি মনিরুল বলেন, “ঘরের মেঝেতে লাবনীর লাশ পড়ে ছিল।ধর্ষণের কিছুটা আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত না করে নিশ্চিত হওয়া যাচ্ছে না।” খাজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আব্দুল রশীদ দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকেন। চার মাস আগে তিনি দেশে এসেছেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরের দিকে খাজুরা বাজার এলাকায় খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানায়।