সারোয়ার আলম সুমন,বদরগঞ্জ (রংপুর): কৃষকরা বোরো ধান কাটার শুরুর পূর্ব মূহর্তে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ছাতারপাতার এলাকায় শীলা বৃষ্টিতে কৃষকের সর্বনাশ হয়েছে। বিশাল আকৃতির শীলার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় ১০০ একর জমির ধান ক্ষেত। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় শীলা-বৃষ্টি। এতে উপজেলার রাধানগর ইউনিয়নের ছাতারপাতারের জমির ধান শীলার আঘাতে মাটিতে মিশে যায়। বোরো ধানের এমন দৃশ্য দেখে সেখানকার কৃষকরা হতাশ হয়ে পড়েন। কৃষকের এমন ক্ষয়ক্ষতি হলেও কিছুই জানে না উপজেলা কৃষি বিভাগ।
বুধবার সরেজমিন দেখা যায়, বড় বড় শীলার আঘাতে ধান মাটিতে পড়ে যায়। উঠতি ধানের এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কৃষকরা কান্নায় ভেঙে পড়েন। ছাতার পাতার এলাকার কৃষক এনামুল হক (৪৫) বলেন, এবার হামার বাঁচার উপায় নাই। শীলা র্বষ্টির আঘাতে এবার হামার সর্বনাশ হয়া গেইচে। ধানের শীষোত ধান নাই। মাটিত পড়ি আছে ধান। হামাক এবার না খায়া থাইকপার নাগবে। ছাতার পাতারের অন্তত তিনকিলোমিটার এলাকা জুড়ে কৃষকরা এবার বোরো চাষ করেন। বেশি ফলনের আশায় বুক বাঁধেন কৃষকরা। কিন্তু শীলা ঝড়ে পাকা ধান মাটিতে পড়ে তাদের সর্বনাশের মুখে পড়তে হয়। ওই এলাকার কোথাও কোথাও কাঁচা ধান ছিড়ে মাটিতে পড়ে যায়। অনেক ফলের বাগানে আম লিচু শীলার আঘাতে ছিড়ে পড়ে। এ ঘটনা শুনে ওইদিন দুপুরে বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট কৃষকদের সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান। এসময় তিনি কৃষকদের সমবেদনা জানান। ওই গ্রামের ক্সতিগ্রস্থ আরেক কৃষক বাবলু মিয়া(৪০) বলেন, এবার হামার বড় বিপদ। বেশি লাভের আশায় জমি বর্গা নিয়া আবাদ করছি। কিন্তু শিলার আঘাতে সব শ্যাষ হয়া গেলো।
বদরগঞ্জ কৃষি কর্মকর্তা জিয়াউল বলেন, ঘটন্থল পরিদর্শন করতে লোক পাঠানো হয়েছে। সরেজমিন দেখে কৃষকদের তালিকা করা হবে।