শাহজাদপুর: বাবার কোদালের আঘাতে এক শিশু কন্যা নিহত হয়েছে। নিহতের নাম মিথিলা সম্পা (৩)। শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের উত্তর মসিপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।মিথিলার বাবার নাম বাহাদুর প্রামানিক। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের উত্তর মসিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ১১টার দিকে বাড়ির পাশে মাটি কাটছিল নিহত সম্পার বাবা বাহাদুর প্রামানিক ও মা লুনা বেগম। এসময় সম্পা সেখানে গেলে বাহাদুর প্রামানিকের কোদালের আঘাত তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই সম্পার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।