সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আমিজুল ইসলাম (৫০) নামের এক গৃহকর্তার মৃত্যু ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে।
সূত্র মতে, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা গ্রামের কৃষক আমিজুল ইসলাম সন্ধ্যায় বিদ্যুতের লোডসেডিং চলাকালীন সময় নিজ বাড়ির বৈদ্যুতিক তার সংযোগ করছিলেন। হঠাৎ বিদ্যুত চলে আসায় তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
সংশ্রিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী খালিমা গ্রামের গৃহকর্তা আমিজুল বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনাটি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।