• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৬ অপরাহ্ন |

ভারতের নতুন ট্র্যাকিং নীতিমালা

trcaking 22_4322.gif_21852আন্তর্জাতিক ডেস্ক: বিমানের রিয়াল টাইম [প্রকৃত সময়] ট্র্যাকিং নিশ্চিত করার লক্ষ্যে ভারত তার স্থানীয় এয়ারলাইন্সগুলোর জন্য নতুন নীতিমালা নির্ধারণ করেছে। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে একথা জানিয়েছে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং ৭৭৭-২০০ বিমানটির নিখোঁজ হওয়ার ঘটনা এ সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
যাত্রী ও মালবাহী উভয় ধরনের বিমানের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
বিমানের কার্যকরী ট্র্যাকিংয়ের জন্য নতুন একটি সিস্টেম আবিষ্কার করতে কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে বলেছে। যাতে করে যেসব এলাকায় এসিএআরএস বা এডিএস-বি নেটওয়ার্ক নেই সেসব এলাকার উপর দিয়ে উড্ডয়নের সময় এ সিস্টেম বিমানকে ট্র্যাক করতে পারে।
উল্লেখ্য, এসিএআরএস’র পূর্ণরূপ হলো এয়ারক্রাফট কমিউনিকেশন এড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম। আর এডিএস-বি এর পূর্ণরূপ হলো অটোমেটিক ডিপেনডেন্ট সারভেইলান্স-ব্রডকাস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ