দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় লোকভবনে কৃষকলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মাহাতাব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় কৃষক লীগ দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক অতিক। সভায় তিনি বলে, ৫ জানুয়ারী সংসদ নির্বাচনে কৃষক লীগ কোন বেইমানী করেনি। তারই ফসল আমরা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে সম হয়েছি। শেখ হাসিনার নির্দেশে কাজ করে যান আপনাদের মূল্যায়ন হবেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবীব, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষকলীগের জেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম আকাশ, হাজী মিজানুর রহমান, মোঃ মুজিবর রহমান, ওয়াহেদ আলী সরকার, শিবলী সাদিক, আবুল মিনহাজ, নুরুল ইসলাম মুক্তা, মোঃ শহিদুল্লাহ প্রমুখ। সভায় আগামী জুন মাসের মধ্যেই দিনাজপুর কৃষকলীগের সম্মেলনে প্রত্য ভোটে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।