বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ১৬ বোতল ফেনসিডিলসহ সখিনা বেগম(২৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে পৌর শহরের স্টেশন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম টুটুলের স্টেশন পাড়ার বাসায় পুলিশ হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী টুটুল ৫ বোতল ফেনসিডিল রেখে পালিয়ে যেতে সম হয়। এসময় পুলিশের হাতে ধরা পড়ে তার স্ত্রী সখিনা বেগম। পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় বদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, টুটুল একজন স্বীকৃত মাদক ব্যবসায়ী। এছাড়া তার গোটা পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।