রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ত্রিদিব চাকমা (৩৮), সুশান্ত চাকমা (৩৫) এবং কামিনী কিশোর চাকমা (৩২)।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ এবং বিজিবি গিয়ে লাশ উদ্ধার করে।