রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ৭টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ১টি কলেজ থেকে ৪টি বিষয়ে ৫৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্ট্যাডিজ, গণিত-কম্পিউটার ও বিজ্ঞান বিষয়ে সকাল ১০টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এতে বিচারকরা ১২ জন শিক্ষার্থীকে নির্বাচন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেধা অন্বেষণ প্রতিযোগিতার সভাপতি ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-প্রধান বিচারক কুড়িগ্রাম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাতেন সরকার, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ মোল্লা, সচিব লুৎফর রহমান আঁশু প্রমূখ।