রইজউদ্দিন রকি: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দিগন্ত বিস্তৃত মাঠ এখন সোনালী সমারোহ। সৈয়দপুরের কৃষি জমিতে ধানগাছের বুক চিরে যে সোনালী স্বপ্নে প্রতিক ধানের শিষগুলো বেরিয়ে এসেছে তা দেখে কৃষকদের মনে আনন্দের জোয়ার ভাসছে। মৃদু বাতাসের দোলায় কৃষকের কান্তিকে মিলিয়ে দিতে বোরো ধানের সোনালী শিষের তে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে সবার। বিদ্যুৎ-ডিজেল সংকট কাটিয়ে, মৌসুমী আবহাওয়ার অনুকুল পরিবেশ থাকায় এ উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলার কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার পৌরসভাসহ ৫টি ইউনিয়নে ইরি-বোরো আবাদ হয়েছে হাইব্রিড ১ হাজার ৫০ হেক্টর এবং উফশী ৫ হাজার ৮০০ হেক্টর মিলে মোট ৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে। সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার হুমায়ারা মন্ডল জানান, ভালো আবহাওয়া, সার, বীজ, কীটনাশকের প্রাপ্যতা, কৃষি কর্মকর্তাদের তৎপরতা ও বিশেষ করে নন-ইউরিয়া সারের দাম কম হওয়ায় উৎপাদন ল্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাকডোকরা গ্রামের কৃষক ইমদাদুল, বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের কৃষক আকবর, মাঝাপাড়া গ্রামের কৃষক ধিরেন চন্দ্র জানান, বিদ্যুৎ-ডিজেল সংকট কাটিয়েছি , বোরো ধানের রোগপ্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন যদি মৌসুমী আবহাওয়া বাকি দিন কয়েক অনুকুলে থাকে তাহলে ইরি-বোরো ফসলের বাম্পার ফলন ঘরে তোলার আশা করছি।