কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এমদাদুল হক (২৫) নামের এক নির্মান শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। সে উপজেলার বাহাগিলী ইউনিয়নের খামাতপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খাদ্য গোডাউনের পিছনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত এমদাদুলের সহকর্মী মাজেদুল ইসলাম জানান, শুক্রবার সকালে কিশোরীগঞ্জ খাদ্যগুদাম এলাকার মশিউর রহমানের বাড়িতে বিল্ডিং নির্মানে কাজ করছিল নির্মাণ শ্রমিক এমদাদুল। এসময় একই এলাকার লেবু মিয়া তার বাসার পানির ট্যাংক মেরামত করার জন্য এমদাদুলকে ছাদে ডেকে নিয়ে যায়। এ সময় সে ছাদে পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম এমদাদুলকে মৃত বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎক ডা. রাকিবুল ইসলাম জানান, মাজেদুল ইসলাম নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট এমদাদুল হক কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
এব্যাপারে বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ (দুলুর) সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।