ঢাকা: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রধান সন্দেহভাজন নূর হোসেনের একটি আস্তানা থেকে ১৮ বস্তা ফেনসিডিলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের পর এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, মাদক মজুতের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। শিমরাইলে নূর হোসেনের কার্যালয়ের পাশেই ওই আস্তানার অবস্থান। অপহৃত সাত জনের লাশ উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা নূর হোসেনের শিমরাইলের কার্যালয় ও সেখানে বসানো যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয়। ঘটনার পর কাঁচপুর এলাকায় নূরের অবৈধ বালু মহাল ও স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডাব্লিউটিএ।