ঢাকা: জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মো. ফয়েজ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
শনিবার সংগঠনের সমন্বয়কারী এএসএম শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. ফয়েজ চৌধুরীকে সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও অর্থ আত্মসাতের দায়ে সংগঠনের আহ্বায়কের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করার সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সময় প্রথম যুগ্ম-আহ্বায়ক মো. মামুন উর হাসিব ভূঁইয়াকে আহ্বায়কের স্থলাভিসিক্ত করা হয়। যা আজ শনিবার ১০ মে, ২০১৪ তারিখ থেকে কার্যকর হবে।