সিসি নিউজ: ঠাকুরগাঁওয়ে অপহরণের ৪ দিন পর সালন্দর পাঞ্জিয়ার পাড়ার এক ভূট্টা ক্ষেত থেকে ১০ মে সকালে অটোচালক আকতারুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করেছে ঠাকুরগাও সদর থানা পুলিশ।
দক্ষিণ সালন্দর মুন্সিপাড়ার বৈশাকু মোহাম্মদের ছেলে আকতারুল মঙ্গলবার রাতে অটোরিক্সাসহ নিঁখোজ হয়। পরের দিন সালন্দর পাঞ্জিয়ার পাড়ার এক ভূট্টা ক্ষেত’র পাশ থেকে অটোরিক্সা পাওয়া গেলেও আকতারুলকে পাওয়া যায়নি।
তার স্ত্রী ময়না আকতার ৪ জনকে আসামী করে একটি অপহরণ মামলা করে। মামলার অভিযুক্ত আসামী রেজাউল করিম (২৮) ও ফিরোজ (২০) কে গ্রেফতার করে।
পুলিশি অভিযান অব্যাহত থাকায় অটোরিক্সা উদ্ধার স্থল থেকে ৩ কিঃ মিঃ দুরে শনিবার সকালে আকতারুলের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
ঠাকুরগাও থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদি হাসান বলেন, অটোচালক আকতারুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপত্তিকর কর্মকান্ডের জের ধরে আকতারুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।