আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশিসহ ১৫জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪জন।
শনিবার সকালে দুবাই প্রশাসনিক অঞ্চল কর্নেল আলী গানিম নগরে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশিদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুবাই কন্স্যুলেটের প্রথম সচিব ( শ্রম) একেএম মিজানুর রহমান।
তিনি জানান, নিহতদের সম্পর্কে কন্স্যুলেট অবগত হয়েছে। কিন্তু এখনও তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
নিহতদের নাম পরিচয় বের করতে দূতাবাস কাজ করে যাচ্ছে বলে জানান একেএম মিজান।
এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।