দিনাজপুর প্রতিনিধি: বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ধামইর ইউপি’র সাবেক চেয়ারম্যান ইসহাক আলী সরকার শুক্রবার দিবাগত রাত ৩টায় দিনাজপুরস্থ জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনসটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি —– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড়ে প্রথম জানাযা শেষে দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে। বাদ যোহর বিরল উপজেলা পরিষদে দ্বিতীয় জানাযা ও বাদ আসর উপজেলার ধামইর ইউপি’র নিজামপুর গ্রামে নিজ বাসভবনের সামনে তৃতীয় জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।