সিসি নিউজ: সুনামগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব অপহরণের ঘটনায় তিনজনকে আটক করেছে জেলা পুলিশ।
আটককৃতরা হলেন, আলী আকবর চৌধুরী (৩৫), জিহাদ(৪১), তারেক(২৫)।
শনিবার দুপুরে শহরের পৌর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৪ মে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহিদমিনারে গণ-অনশন পালন করে সিলেট যাওয়ার পথে গাড়িচালক রেজাউল হক সুহেলসহ নিখোঁজ হন তিনি।