বরিশাল: দলীয় মনোনয়ন নিয়ে বরিশালে ফিরেই প্রয়াত স্বামীর কবর জিয়ারত করলেন জেবুন্নেছা হিরণ। শনিবার ভোরে তিনি লঞ্চযোগে বরিশালে ফেরেন। এ সময় আধুনিক নৌ টার্মিনালে তাকে সংবর্ধনা প্রদান করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়া রোববার তিনি বরিশাল সদর আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণের লক্ষে দলীয় মনোনয়নপত্র দাখিল করবেন।
আগামী ১২ জুন বরিশাল সদর আসনে উপ-নির্বাচন। ১১ মে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ এবং দাখিলের শেষ দিন।
এ লক্ষে উপনির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করার লক্ষে জেবুন্নেছা হিরণসহ একডজন নেতা আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়াত সাংসদ শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা হিরণকেই দলীয় মনোনয়ন প্রদান করেন।