সিসি নিউজ: ভারতে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে বলায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে অদিতি গুপ্তা নামের ১৩ বছেরের এক কিশোরী।
অদিতির ছিল ফেসবুক আসক্তি। দিনের অধিকাংশ সময় সে ফেসবুকে বন্ধুদের সঙ্গে গল্পগুজবে ব্যস্ত থাকত। এতে রেগে গিয়ে মা তাকে বকাবকি করেন। এতে মায়ের ওপর তার অভিমান হয়। পরে নিজের শোবার ঘরে ঢুকে সে আত্মহত্যা করে সে। শুক্রবার ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
ঘটনার দিন তার মা মিসেস মোহনা গুপ্তা(৩৬)অফিসে যাচ্ছিলেন। তখন মেয়েকে ফেসবুকে চ্যাট করতে দেখে তিনি রেগে যান। তাকে ডেকে বলেন,‘আমি অফিস থেকে ফিরে আসার আগেই তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ড ক্লোজ করবে।’ এ কথা বলে তিনি অফিসে চলে যান। দু ঘণ্টা পর লাঞ্চ খেতে বাসায় ফিরে দেখেন মেয়ে আত্মহত্যা করেছে। এ প্রসঙ্গে তিনি পুলিকে জানান, ‘এটুকু কথায় মেয়ে যে আত্মহত্যা করবে তা আমি স্বপ্নেও ভাবিনি।’
তিনি আরো বলেন,‘ সাধারণত আমি সাড়ে নয়টার মধ্যে অফিসে যাই। সেদিন আমার স্বামী সকাল সকাল বেরিয়ে গিয়েছিলেন। বড় ছেলে ছিল তার দাদির বাসায়। তাই আমিও একটু আগেই আফিসে চলে যাই।’
মা চলে যাওয়ার পর খালি বাসায় আত্মহত্যা করে অদিতি।
তিনি আরো বলেন, ‘ও পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ ফেসবুক নিয়ে বসে থাকত। আমার এটা পছন্দ ছিল না। তাছাড়া ফেসবুক চালানোর পত বয়সও তো ওর হয়নি।’
এদিকে অদিতির আত্মহত্যার ঘটনাটি ভারতের সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। বাচ্চাদের ফেসবুক আসক্তি এবং অভিভাবকদের দায়িত্ব নিয়ে এখন সেখানে চলছে তুমুল বিতর্ক।