• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন |

সাংবাদিক মোনাজাত উদ্দিন পদক পেলেন নয়া দিগন্তের মাজহার

Rangpur-Office-Photo(3)(Mazরংপুর: চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন সাংবাদিকতা স্মৃতি পদক (প্রেস মিডিয়া) পেলেন নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক ও রংপুর অফিস ইনচার্জ সরকার মাজহারুল মান্নান।
শুক্রবার রাতে রংপুর রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গনে সংবর্ধনা ও পদক প্রদান উৎসবে তার হাতে পদক তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। রংপুরের উন্নয়নে কোনো বাঁধা সহ্য করা হবে না। রংপুরের উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক প্রতিবেদন তৈরি করার আহবান জানিয়ে বলেন, পজেটিভ রিপোর্ট করুন, নেগেটিভি রিপোর্ট বর্জন করুন। তবে উন্নয়নে যদি দুর্নীতি হয় তাহলে সে বিষয়ে লিখুন।
সংবর্ধনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত, জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত কুমার শিকদার, সিটি কাউন্সিলর তৌহিদুল ইসলাম, বাংলাদেশ সমবায় ব্যাংক ও বেঙ্গল অ্যান্ড কোম্পানির পরিচালক মোস্তফা সেলিম বেঙ্গল, নিউ এজ টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম ভরসা প্রমুখ।
রিপোর্টার্স ক্লাব সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে সংবর্ধনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ মোজাফফর হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাব প্রণীত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন সাংবাদিকতা স্মৃতি পদক (প্রেস মিডিয়া) পান নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক ও রংপুর অফিস ইনচার্জ সরকার মাজহারুল মান্নান, চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন সাংবাদিকতা স্মৃতি পদক (ইলেক্ট্রনিক্স মিডিয়া) পান সময় টেলিভিশনের জেষ্ঠ্য প্রতিবেদক ও রংপুর ব্যুরো ইনচার্জ মুমিনুর রহমান রতন সরকার, তৃপ্তিরায় চৌধুরী টিপাইদি সমাজসেবা স্মৃতিপদক পান রংপুর ডেয়রি অ্যান্ড ফুড প্রোডাক্টেসর চেয়ারম্যান এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন সঙ্গীত স্মৃতি পদক পান ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সঙ্গীত শিল্পী, সরকার গীতিকার, গবেষক একেএম মোস্তাফিজুর রহমান, মহিয়সী নারী বেগম রোকেয়া শিক্ষা স্মৃতি পদক পান রংপুর শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, বরিজ উদ্দিন স্মৃতি ক্রীড়া পদক পান ক্রীড়া সংগঠক হারুন-অর-রশিদ, রিপোর্টার্স ক্লাবের বর্ষসেরা রিপোর্টার একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজীদ আহম্মেদকে পদক প্রদান করা হয়।
এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা পদক প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে  প্রতিমন্ত্রীকে রিপোর্টার্স ক্লাবের দেয়া মানপত্রের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত মানপত্র পাঠ করে শোনান রিপোর্টার্স ক্লাবের সদস্য সরকার মাজহারুল মান্নান।
অনুষ্ঠানে ক্লাবের আজীবন সদস্যদের সনদ ও পরিচয়পত্র দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপেভোগ করেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ