টাঙ্গাইল: প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স সখীপুর শাখার ম্যানেজার সাইফুল ইসলাম খানের (৪৫) লাশ অপহরণের ছয় মাস পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়ানের নখিল বিলের মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাইফুলের বাড়ি কালিহাতী উপজেলার আগচারান গ্রামে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত বছরের ১১ ডিসেম্বর বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হয় সাইফুল। সেদিন রাতেই সাইফুলের স্ত্রী ফেরদৌসি সখীপুর থানায় প্রথমে একটি জিডি ও পরে অপহরণ মামলা করেন। এরপর থেকে পুলিশ অপহৃত সাইফুলকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার কালিয়ান গ্রামের আশরাফ হোসেনকে সিলেটের জাফলং থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে সখীপুর থানা পুলিশ। এক পর্যায়ে আশরাফ স্বীকার করেন অপহৃত সাইফুলকে হত্যা করে লাশ গুম করার জন্য সখীপুর উপজেলার কালিয়ানের নখিল বিলে মাটির নিচে বস্তাবন্দী করে পুতে রাখা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ আশরাফের স্বীকারোক্তি মোতাবেক সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে।