পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর হাটের আলু ব্যবসায়ী তারাজুল ইসলাম কালিহাতা উপজেলার এ্যালেঙ্গা থেকে নিখোঁজ হয়েছে। সে ময়মনসিংহ থেকে বাড়ী ফিরছিল। গত ৪ দিনেও তার সন্ধান মেলেনি।
জানা যায়, পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুরহাট এলাকার উত্তর বৃঞ্চপুর ঘোনাপাড়া গ্রামের আব্দুল মজিদ এর পুত্র আলু ব্যবসায়ী তারাজুল ইসলাম (৪৫) গত ৮মে এক ট্রাক আলু নিয়ে ময়মনসিংহ যায়। সেখানে আলু ব্যবসায়ী সেলিম, জালাল ও রাজার আলু আড়তে আলু দিয়ে প্রায় লাধিক টাকা নিয়ে ৯মে শুত্রুবার সন্ধ্যায় পার্বতীপুরে উদ্দেশ্যে রওয়ানা দেয়। তারাজুল ময়মনসিংহ থেকে কালিহাতা উপজেলার এলেঙ্গা নামক স্থান থেকে রাত অনুমান সাড়ে ৯টার দিকে তার নিজ মুটোফোন ০১৭২২৪১২৯০৯ থেকে তার ছেলে ইলিয়াস আহাম্মেদ এর ০১৭৪০৪৮৯৭৬২ মুটোফেনে কথা বলে। তারপর থেকে আলু ব্যবসায়ী তারাজুল ইসলামকে পাওয়া যায়নি। এবং তার মুটোফোনও বন্ধ। এ বিষয়ে ময়মনসিংহের আলু ব্যবসায়ী সেলিম ০১৭২১৫৭০৮০৫, জালাল ০১৭১৬৪০২৪১৪, জয়নাল ০১৭১১৩৪১৪৫৫ রাজা ০১৭১৩৫৬৯১৩৯ ও মোবারকের ০১৭৩৮০০৪৭২২ সাথে মুটো ফোনে কথা হয়। তারা কেওই জানেন না তারাজুলের খোজ খবর। রবিবার রাতে মুঠোফেনে কালিহাতা থানার অফিসার্স ইনর্চাজ মনির হোসেন জানান, কালিহাতার এলেঙ্গা থেকে পার্বতীপুরের আলু ব্যবসায়ী তারাজুল ইসলাম নিখোঁজ হলেও ময়মনসিংহে মামলা করার পরামর্শ দেন।