ঢাকা: জাতীয় পার্টি (জাপা) শিগগিরই বিএনপির স্থান দখল করবে বলে দাবি করেছেন জাপা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচএম এরশাদ।
সোমবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজের এক যোগদান অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।
এরশাদ বলেন, ‘খুব শিগগিরই বিএনপির স্থান দখল করবে তার দল। বিএনপির কোনো রাজনীতি নেই। তাদের কোনো ভব্যিষতও নেই।’
তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি পিছিয়ে নেই, এগিয়ে যাচ্ছে। যারা আমার সমালোচনা করে তারাই ক্রমে পিছিয়ে পড়ছে।’
সরকারের প্ররোচনায় সারাদেশে গডফাদার সৃষ্টি হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘নূর হোসেন কার লোক সবাই জানে। নূর হোসেনের অস্ত্র ও মাদক উদ্ধার করলো আইন-শৃঙ্খলা বাহিনী, তাকে কেন গ্রেপ্তার করতে পারলো না?’
এ সময় এরশাদের হাতে ফুল দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ রব) কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাকর্মী জাতীয় ছাত্র সমাজে যোগদান করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপা মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, জাতীয় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।