আকতার হোসেন বকুল, হিলি: বিজিবি কর্তৃক হয়রানি বন্ধ করাসহ ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানি বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন। রোববার রাত ১০টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচী ঘোষনা করা হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সাংবাদিক সম্মেলনে তাঁর লিখিত বক্তব্যে অভিযোগ করেন, হিলি স্থলবন্দর হইতে সরকার লক্ষ্যমাত্রার চেয়েও অধিক হারে রাজস্ব আদায় করে থাকলেও গত ২৭ এপ্রিল হইতে আমদানীকৃত পণ্য বোঝাই ট্রাক ভারত হতে দেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন আওতাধীন হিলি সীমান্তের আইসিপি চেকপোষ্টে বিজিবি কর্তৃক ট্রাকগুলি দাড় করিয়ে কাষ্টমস বিধি বর্হিভূত উপায়ে এক্সপোর্ট ম্যানিফিষ্টের অপর পৃষ্ঠায় সীল ব্যবহার করিয়া আসিতেছে। এছাড়াও হিলি স্থলবন্দর হইতে খালাসকৃত পণ্য বিভিন্ন বিজিবি চেক পোষ্টে আটক করিয়া বৈধ কাগজপত্র থাকার পরেও হয়রানি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমাদানিকারককে অবগতি না করিয়া মামলা দায়ের করছে। এছাড়া বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক কর্তৃক অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে তাঁকে অপসারণের দাবীতে সাংবাদিক সম্মেলনে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ সোমবার দুপুর ১২টা হইতে ১টা পর্যন্ত ১ ঘন্টা বন্দরের আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এবং আগামী মঙ্গলবার দুপুর ১২টা হইতে দুপুর ২টা পর্যন্ত ২ ঘন্টা আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে। এরপরেও তাদের দাবী আদায় না হলে আগামী বুধবার হইতে অনির্দিষ্টকালের আমাদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এঘটনায় বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার সোমবার হিলি আইসিপি বিওপিতে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বলেন, অধিক রাজস্ব আদায় ও কাজের স্বচ্ছতাবৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা কাউকে কোন প্রকার হয়রানি করছি না।