সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত শফিকুল ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিকের চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটা থেকে ৩টার দিকে গোলচত্বর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাকে ধরে মাইক্রোবাসে তোলে। পরে মাইক্রোবাসটি সেতু পার হয়ে পাবনার ঈশ্বরদীর দিকে চলে যায়।
এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, টোল প্লাজা অতিক্রম করার সময় গাড়ি দুটি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অভিযান আছে বলে দ্রুত চলে যায়। এ কারণে টোল প্লাজা থেকে গাড়ির নম্বর সংগ্রহ করা যায়নি।