সিসি ডেস্ক: দিনাজপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জন আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন জামায়াতের সক্রিয় সদস্য হোসেন আলী। তার বাড়ি ঘোড়াঘাটে। অন্যান্যরা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে দিনাজপুর জেলা পুলিশ সুপার রুহুল আমিন। তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দিনাজপুরের ১৩ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এর মধ্যে চিরিরবন্দর ও খানসামা উপজেলায় বড় দু’টি অভিযান চালিয়েও কাউকেও আটক করা সম্ভব হয়নি। অভিযানের আগেই পালিয়ে গেছে নাশকতার সাথে জড়িত জামায়াতের কয়েকজন নেতা-কর্মী। গত ৩ সপ্তাহ ধরে চলছে এ বিশেষ অভিযান।
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দিনাজপুরের ১৩ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৪০ জনকে আটক করেছে। এর মধ্যে নাশতকার সাথে জড়িত জামায়াতের একজন সক্রিয় সদস্য। অন্যরা বিভিন্ন মামলার পলাতক আসামি।