লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমির আব্দুল লতিব মাস্টার বুধবার বিকেলে মামলার হাজিরা দিতে গিয়ে আদালতের বিচারক তাকে আটক করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, হরতালের নামে ওই উপজেলার চাপারহাট বাজারে দোকানপাট ভাঙচুর অগ্নি-সংযোগের অভিযোগে একটি মামলা দায়ের করে কালীগঞ্জ থানা পুলিশ।
লালমনিরহাট চিফ জুডিশিয়াল আদালতে বুধবার বিকেলে হাজির হয়ে ওই মামলার জামিনের আবেদন করেন জামায়াত নেতা কিন্তু সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন জামায়াত নেতার জামিন আবেদন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।
লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।