সিসি নিউজ: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ বলেছেন, কয়েকজন র্যাব সদস্যদের জন্য পুরো বাহিনীকে বিলুপ্ত করা ঠিক হবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে র্যাবকে ঢেলে সাজাতে হবে । রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ স্বাক্ষরিত এক বিবৃতিতে বুধবার তিনি এসব কথা করেন। বিবৃতিতে রওশন এরশাদ বলেন, র্যাব এর আগে অনেক ভালো কাজ করেছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতিও হয়েছে। নারায়ণগঞ্জের সাত হত্যাকান্ডর ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধী যেই হোক, কারো প্রতি নমনীয় না হয়ে বিচারকাজ পরিচালনা করতে হবে। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দোষীদের গ্রেফতারে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান তিনি। বিবৃতিতে রওশন এরশাদ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।