ভোলা: লালমোহনে আবুল খায়ের (৫০) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটেছেন স্ত্রী সুরাইয়া পারভীন। মঙ্গলবার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লালমোহন চরভ্রূতা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকার আবুল খায়ের বিয়ে করে লালমোহন ইউনিয়নে জমি কিনে বসবাস করে। তিনি বাজারে দর্জির কাজ করেন।
মঙ্গলবার রাতে সাড়ে ১২টার দিকে বাজার থেকে বাড়ি যান খায়ের। এসময় তার স্ত্রী পারভীনের সঙ্গে অন্য এক লোককে দেখেন ঘরে। ওই লোক তাকে দেখে পালিয়ে যায়। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল খায়ের রাতে না খেয়ে শুয়ে পড়েন। রাত অনুমান ৩টার দিকে তার লিঙ্গ কেটে ফেলে স্ত্রী। আবুল খায়েরের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার পর তার স্ত্রী পলাতক রয়েছেন।
লালমোহন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রব জানান, আবুল খায়েরের পুরুষাঙ্গের তিন ভাগের এক ভাগ কেটে ফেলা হয়েছে। সেলাই করে জোড়া দেয়া হয়েছে।