গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় জামায়াত সমর্থক রোস্তম আলীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে।
পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র জানান, নিহত রুস্তম আলীর বিরুদ্ধে রাস্তা ও গাছ কাটার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে তাকে গ্রেপ্তার করতে পুলিশ দীর্ঘদিন থেকে অভিযান চালায়।
এদিকে গ্রামবাসী ও জামায়াত নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব জানান, মামলার কারণে তিনি দীর্ঘদিন থেকে পালিয়ে ছিলেন। ভোরে বাড়িতে ফেরার সময় গাইবান্ধা পলাশবাড়ী সড়কের ঠুটিয়া পুকুর এলাকায় এলোপাথারি ছুরিকাঘাতে হত্যা করে ফেরে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।