ঢাকা: রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেকে নির্দোষ দাবি করেছেন। বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মো. আবদুর রশীদের আদালতে আত্মপক্ষ সমর্থন করে এরশাদ বলেন, ‘আমি নির্দোষ। আমি ন্যায়বিচার চাই।’ পরে আদালত এ মামলায় যুক্তিতর্কের জন্য ২৯ মে ধার্য করে আদেশ দেন।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে আদালতে উপস্থিত হন এরশাদ। এ মামলার অন্য আসামিরা হলেন বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকে মুসা পলাতক।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।