পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ১নং শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর সীমান্ত থেকে মোহাম্মদ জবেদ আলী (৩৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে বৃহস্পতিবার ভোরে ধরে নিয়ে গেছে ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল। জবেদ আলী উপজেলার ১নং শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের উমর আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, জবেদ আলী ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগীতায় গত কাল বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৪৩ মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে গরু আনার চেষ্টা করে। এ সময় চ্যাংড়া বান্ধা বিএসএফের একটি টহল দল তাকে আটক করে বেদম মারপিট করে মেখলিগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এ ঘটনায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের তরফ থেকে বিএসএফের নিকট প্রতিবাদ জানানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সফিউল আলম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং কোম্পানী কমান্ডার লেভেলে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।